![]() |
পাইকগাছায় ট্রাকের চাপায় মটরসাইকেল চালকের দুটি পা পিষ্ট |
পাইকগাছা অফিস::পাইকগাছায় ট্রাকের চাপায় মটরসাইকেল চালক আহত হয়েছে। আহত যেনতেন নয়। ঘটনাস্থলে তার দুই পা-ই পিষ্ট হয়ে গেছে। আহতকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে সাতটায় উপজেলার সুপরিচিত দুর্ঘটনা প্রবণ চাঁদখালী ইউনিয়নের প্রধান সড়কে। দেবদুয়ার নামক স্থানে। ঘটনাস্থল পুলিশ ট্রাক জব্দ করেছে। থানার উপ- পরিদর্শক আনজির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে একটি বালি ভর্তি ট্রাক বড়দল নামক স্থানে যাচ্ছিলো।
এ সময় সাতক্ষীরা জেলার বড়দল গ্রামের শহিদুল সরদারের ছেলে বাপ্পি (২৩) মটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় উপজেলার দেবদুয়ার নামক স্থানে ভ্যানের পাশ দিয়ে উঠতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের তলায় পড়ে দুটি পা পিষ্টে যায়। তাকে প্রথমে পাইকগাছা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অহতের পিতা শহিদুল সরদার জানান, ছেলে অবস্থা অবনতি হলে বুধবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, সড়ক দুর্ঘটর ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতের পিতা মাতা মামলা দিলে মামলা গ্রহণ করা হবে।
0 coment rios: