![]() |
পাইকগাছার রাড়ুলীতে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম উদ্ধার সহ আটক ২ |
পাইকগাছা অফিস:পাইকগাছা ডাকাতির প্রস্তুতিকালে দা-চাপাতি সহ আলোচিত সাঈদুল (২৬) ও কালাম (২৫) নামে দু'জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশের এসআই সুকান্ত কর্মকার ও রাড়ুলী ক্যাম্প পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার রাড়ুলীর কার্ত্তিক হরির আম-সুপারির বাগান থেকে স্থানীয়দের সহায়তায় এ দু'জনকে গ্রেফতার করে।
![]() |
পাইকগাছার রাড়ুলীতে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম উদ্ধার সহ আটক ২ |
এ সময় অন্য সঙ্গীযোগীরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃত সাঈদুল-কালাম এর কাছ থেকে দা-কুড়াল, চাপাতি সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাঈদুল পৌরসভার সরল গ্রামের মিজানুর গাজীর ছেলে ও কালাম মাতব্বর খুলনার সোনাডাঙ্গার মৃতঃ নূর মোহাম্মদ মাতব্বর এর ছেলে।
জানা গেছে, কালামের আরোও ক'টি ঠিকানা আছে এবং ধৃত দু'জন পূর্বপরিচিত। থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় ডাকাতির সরঞ্জাম সহ দু'ডাকাতকে গ্রেফতার করা হয়। সাঈদুলের বিরুদ্ধে ডাকাতি সহ একাধিক মামলা আছে এবং কালামের তথ্য সংগ্রহের কথা বলে তিনি আরোও বলেন এর সাথে জড়িতদের নাম- ঠিকানা যাচাইয়ের জন্য দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে।
0 coment rios: