পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার_মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ_বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ_কুমার বৈদ্য, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা অনুপ কুমার ঘোষ ও সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন।
অনুষ্ঠানে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের_আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রকল্পভুক্ত ১ হাজার ৯শ জন পাট_চাষীর প্রত্যেককে ১ কেজি তোষা পাট (বিজেআরআই-৮) জাতের বীজ বিতরণ করা হয়।
0 coment rios: