Friday, 10 March 2023

পাইকগাছা পৌর ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৪ তলা বিশিষ্ট পৌরভবন। বৃহস্পতিবার নির্মাণাধীন ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও মেয়র সেলিম জাহাঙ্গীর। 

এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু ও নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ। উল্লেখ্য, পাইকগাছা-কয়রা প্রধান সড়কের পাশে শিববাটী মৌজায় সাড়ে ৪ বিঘা জমির উপর প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৪ তলা বিশিষ্ট পৌর ভবন। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে প্রকৌশলী নূর আহম্মদ জানিয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: