Thursday, 23 March 2023

মাহে রমজানের ঠিক আগমুহূর্তে অসহায় মানুষের পাশেদাঁড়িয়েছে

মাহে রমজানের ঠিক আগমুহূর্তে অসহায় মানুষের পাশেদাঁড়িয়েছে
 মাহে রমজানের ঠিক আগমুহূর্তে অসহায় মানুষের পাশেদাঁড়িয়েছে 


মোঃ খোরশেদ আলম,স্টাফ রিপোর্টার::পাইকগাছা (খুলনা) থেকে, খুলনার পাইকগাছায়  আলমতলা গ্ৰামের মরহুম আলহাজ্ব শাহজাহান আলী সানার স্বরণে অসহায় ও দুস্থদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।পবিত্র রমজান সংযমের মাস। আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস।এ মাসে প্রতিদিন প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ফরজ করা হয়েছে। এ মাস ইবাদতের বসন্ত।এ মাসে ইবাদতের সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয়।রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তাআলার কসম! মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি।চলমান পরিস্থিতিতে বেশির ভাগ মানুষই বিপাকে আছে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্তরা পরিবারের ব্যয়ভার বহন নিয়ে ভীষণ চিন্তায় আছে। কিন্তু এ রকম পরিস্থিতিতেও যদি নিজেরা একটু মিতব্যয়ী হয়ে অন্যদের সহযোগিতা করা যায়, তাহলে আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান পাওয়া যাবে।  

বুধবার সকালে মরহুমের নিজ বাসভবনে মরহুমের ছেলেরা প্রথম দিনে ৩০ টি পরিবারের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি চাউলসহ ২৪ টি  খাদ্য পণ্য প্রদান করেন। যার মুল্য ৪ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন তার ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম খোকন সানা ছেলে মাসুদ সানা,মামুন সানা ও দীনার সানা । এসময় মাসুদ সানা জানান,প্রতি বছর আমরা এটা নিয়মিত করে আসছি। ১ মাসের জন্য প্রতি পরিবারকে এটা দেয়া হয় তার পিতার স্বরণে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এটা করে থাকি। আমরা আরও অনেক পরিবারকে এটা দেয়া হবে। তা ছাড়া আমাদের রিজিকদাতা একমাত্র আল্লাহ, তাঁর ওপর ভরসা করে যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে তিনি আমাদের রিজিকেও বরকত দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন, পবিত্র রমজানে আমরা সকলে ব্যয় ও খাবারেও সংযত হয়ে আমাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের পাশে দাঁড়াই, হয়তোমহান আল্লাহ এর উসিলায় আমাদের সবাইকে ক্ষমা_করে দেবেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: