পাইকগাছা অফিস:পাইকগাছায় গাঁজার গাছ সহ মঞ্জুরুল গাজী (৩৫) নামে একজন কে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে হরিঢালী ইউনিয়নের
মাহমুদকাটি গ্রামে বসতবাড়ি থেকে গাঁজার গাছ সহ তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস এর নেতৃত্বে একটি পুলিশ টিম বুধবার সকালে ঐ গ্রামে অভিযান চালিয়ে সবুজ গাজীর ছেলে মঞ্জুরুল গাজী কে আটক করা হয়। এসময় আটককৃতর বাড়ির উঠানে কোনায় রোপনকৃত একটি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, গাঁজার গাছসহ আটককৃত মঞ্জুরুল গাজীর বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রনণ আইনে মামলা দায়ের করা হয়। বুধবার ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
0 coment rios: