![]() |
পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন এমপি বাবু |
পাইকগাছা অফিস:"শেখ হাসিনা'র বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ"- প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ/ ২০২৩ মৌসুমে খাদ্য শস্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে খাদ্য শস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন খুলনা - ৬ (পাইকগাছা -কয়রা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
এসময়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ সাধু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা ভারপ্রাপ্ত গোবিন্দ কুমার সরকার, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান আঃ ছালাম কেরু, নির্মল চন্দ্র বৈদ্য, যুবলীগের আকরামুল ইসলাম, নাজমা কামাল, রাজু শেখ, গৌতম রায় সহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় এ মৌসুমে অভ্যন্তীণ বোরো সংগ্রহ/ ২০২৩ এর আওতায় ধান ৪৫৯ মেঃ টন প্রতি কেজি ৩০ টাকা দরে সরকার ক্রয় করবে।
সংগ্রহের সময় সীমা ৩১ শে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। উদ্বোধন কালে খুলনা - ৬ (পাইকগাছা -কয়রা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু জানান, করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক ভাবে বিশ্ব যখন টাল-মাটাল অবস্থা ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে খাদ্য আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি।
কৃষি খাতে সরকারের ব্যাপক প্রণোদনার জন্য সম্ভব হয়েছে। প্রান্তিক কৃষকেরা যাতে তাদের কষ্টার্জিত ফসল ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পায় সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন।
0 coment rios: