![]() |
পাইকগাছায় অসহায় ৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী'র আর্থিক সহায়তার চেক প্রদান করেন এমপি বাবু |
পাইকগাছা অফিস:পাইকগাছায় অসহায়, অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৯ জন অসুস্থ, অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রী'র আর্থিক সহায়তার মোট ১০ লাখ টাকার চেক বিতারণ করেন খুলনা ৬ (পাইকগাছা -কয়রা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এড. ফরিদ আহমেদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ সাধু।
উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু'র সঞ্চালনায় বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান গাজী, আঃ ছালাম কেরু, কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,পাইকগাছা প্রেসক্লাব সম্পাদক দু'লাখ টাকার চেকপ্রাপ্ত এম মোসলেম উদ্দিন আহমেদ, সোলাদানা ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি ১ লাখ টাকার চেকপ্রাপ্ত প্রমথ নাথ মন্ডল, আওয়ামীলীগ নেতা নির্মল চন্দ্র অধিকারী, ইকবাল হোসেন খোকন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রভাষক বজলুর রহমান।
এ সময় সাংবাদিকরা সহ আরোও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নির্মল চন্দ্র বৈদ্য, এসএম শাহাবুদ্দিন শাহিন, যুবলীগ নেতা তরিকুল ইসলাম সানা, সায়েদ আলী মোড়ল কালাই, আঃ রাজ্জাক রাজু, মানবেন্দ্র নাথ মন্ডল, দিপংকর মন্ডল, প্রভাষক বাবলুর রহমান, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌমত রায়, মৃগাঙ্ক বিশ্বাস, প্রসেন ঢালী, মহিলা আ'লীগ নেত্রী নাজমা কামাল, ইউপি সদস্য পলাশ কান্তি, শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, সাবেক ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ চেকপ্রাপ্ত পরিবারের সদস্যবৃন্দ।
0 coment rios: