![]() |
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাইকগাছার হরিঢালী ইউনিয়ন কমিটি গঠন-বাসুদেব সভাপতি ও মাহফুজ সম্পাদক |
পাইকগাছা অফিস ::বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠন কে গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতা উপজেলারহরিঢালী ইউনিয়নের কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
সাইনোভিয়া ঔষধ কোম্পানীর সৌজন্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিঢালী ইউনিয়নের ঐতিহ্যবাহী অনির্বান লাইব্রেরী মিলনায়তনে গ্রাম ডাক্তার মীর মোজাফফর হোসেন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি ও বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ঠ সমিতির উপজেলা কমিটির সভাপতি গ্রাম ডাক্তার মোঃ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন।
বিশেষ অতিথি ছিলেন, সাইনোভিয়া ঔষধ কোম্পানীর সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার কৃষ্ণ চন্দ্র রায়, পাইকগাছার প্রতিনিধি আরমান আলী। সংগঠনের উপজেলা কমিটির সদস্য গ্রাম ডাক্তার বাসুদেব রায় এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, গ্রাম ডাক্তার আঃ গণি মোড়ল, মেহেদী হাসান, মাহাফুজ গোলদার, মোঃ জাহাঙ্গীর আলম, শেখ হাসানুর রহমান, শাহিনুর রহমান, মোঃ হাসান মোড়ল, দেবাশীষ বিশ্বাস পিন্টু, কাজল কান্তি ঘোষ, মোঃ মাহামুদুল হাসান, মোঃ ইসলাম আলী সরদার, এম এ কাদের, দেবাশীষ দাশ, সরোজিত কুমার দাশ ও মুরাদ হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে বাসুদেব রায় কে সভাপতি ও মাহফুজ গোলদার কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
0 coment rios: