![]() |
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল |
পাইকগাছা অফিস:পাইকগাছার দেলুটি ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভায় ৪ কোটি ৮ হাজার ৭ শ ১৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দেলুটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব এবং বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল।
দেলুটি ইউপি সচিব বিজয় কুমার পাল'র সঞ্চালনায় উন্মুক্ত বাজেট বিষয়ে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা অনিল কুমার মল্লিক, সুকৃতি মোহন সরকার, এড. পিযুষ কান্তি_সরকার, সুকান্তি_সরকার, সুশান্ত_রায়, সুভাষ মন্ডল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন রানা, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, কিংশুক রায়, রবীন্দ্রনাথ_মন্ডল, চম্পক_বিশ্বাস, বদিয়ার হোসেন, পলাশ_কান্তি রায়,
লক্ষ্মী রানী সরকার, বিনতা রানী সরকার, মেরী রানী সরদার, ইউপি সচিব বিজয় কুমার পাল, হিসাব সহকারি বুলবুল আহম্মেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, কবরী_মন্ডল, যুবলীগ নেতা দেবাশীষ মল্লিক, প্রকাশ_হালদার, শ্রীকৃষ্ণ রপ্তান, নিতীশ_রায়, প্রতুল সরদার, বিভূতি সরকার, অতনু মন্ডল, স্মৃতিশ রায়, উজ্জ্বল গাইন, আলমগীর মোড়ল, নিতীশ সরদার, গৌরাঙ্গ বাওয়ালী, প্রসেনজিত মন্ডল মিঠু, কল্পনা মন্ডল, অনিতা বৈরাগী, নিলীমা মল্লিক, শ্রাবন্তী সরকার, কনিকা সরকার, শুল্কা মজুমদার, রেখা রায়, সুষমা বিশ্বাস, মাফুজা বেগম, রেড ক্রিসেন্ট সিও প্রতিমা ঢালী, সুচিত্রা বিশ্বাস, অনামিকা সরকার, মিতালী রায়। এছাড়া গ্রাম পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । বাজেটে মোট রাজস্ব আয় ১৭ লাখ ৩০ হাজার ৫ শ ৭৫ টাকা,মোট রাজস্ব ব্যয় ১৭ লাখ ৩০ হাজার ৫ শ ৭৫ টাকা, উন্নয়ন আয় ৩ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ১ শ ৩৯ টাকা ও উন্নয়ন ব্যয় কোটি ৮২ লাখ ৭৮ হাজার ১ শ ৩৯ টাকা। সম্ভাব্য সর্ব মোট আয় ৪ কোটি ৮ হাজার ৭ শ ১৪ টাকা ও সম্ভাব্য সর্ব মোট ব্যয় ৪ কোটি ৮ হাজার ৭ শ ১৪ টাকা।
0 coment rios: