![]() |
পাইকগাছা প্রেসক্লাবের নির্মাণাধীন দ্বিতল ভবনের কাজ পরিদর্শন শেষে প্রেসক্লাবের সদস্যের কাছে নগদ অর্থ প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল। |
পাইকগাছা অফিস:আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল। গতকাল শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় কালে এ কথা ব্যক্ত করেন।
ইঞ্জি. প্রেম কুমার বলেন, আপনারা জানেন, পাইকগাছা-কয়রা 'র মানুষের সঙ্গে আমার নাড়ীর সম্পর্ক। এ অঞ্চলের প্রান্তিক সাধারণ মানুষের কল্যাণে সকল সময়ে পাশে থেকেছি। করোনা কালীন সময়ে মাস্ক, খাদ্য ও কম্বল বিতরণ করেছি। দুর্যোগে ক্ষতবিক্ষত পাইকগাছা-কয়রা বাসীর কাছে ছুটে গেছি। দলের প্রবীণ ত্যাগী নেতাকর্মীদের অনুরোধ ও অনুপ্রেরণায় আমি দলের কাছে মনোনয়ন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, নেতৃত্ব যদি তৃনমুল থেকে না আসে, নেতত্বে যদি সুদক্ষ, সদ ইচ্ছার ঘাটতি থাকে তাহলে উন্নয়ন সম্ভব নয়। ভোগান্তি হয় জনগণের। এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রকল্প দিয়েছিলেন তার ১০০% বাস্তবায়ন হলে অনেক দূরে এগিয়ে যেত। তিনি বাজেটে সুসম বন্টনে দক্ষিণ বাংলার খুলনার পাইকগাছা - কয়রা'র এই জনপদের জনগণের মঙ্গলের জন্য, ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাহক হিসেবে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। এসময়ে পাইকগাছায় প্রেসক্লাবের সদস্য ও তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। এসময়ে তিনি পাইকগাছা প্রেসক্লাবের নির্মাণাধীন দ্বিতল ভবনের কাজ পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
0 coment rios: