![]() |
অবশেষে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন পাইকগাছায় মধুমিতা পার্কের ৩৩টা অবৈধ স্থাপনা উচ্ছেদ |
উচ্ছেদ অভিযান নিয়ে অনেকের মাঝে শঙ্কা থাকলেও গতকাল শনিবার সারাদিন ব্যাপী জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করেন। এসময়ে জেলা প্রশাসকের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ওসি তদন্ত তুষার কান্তি দাশ, সার্ভেয়ার মোঃ হাসান, মোঃ মঞ্জুরুল ইসলাম, আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল কালাম মোড়ল সহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাইকগাছায় বহুল আলোচিত মধুমিতা পার্কটির অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে বারংবার ধোঁয়শা কাটছিল না। ভূমিখেকোরা এতটাই প্রভাবশালী ছিল যে এরা মহামান্য আদালতের নির্দেশেনা বা রায় থোরাই কেয়ার। গত ১৩ মার্চ' ২৩ শুনানি কালে মহামান্য হাইকোর্ট মামলার বিবাদিদের কে আগামী ৩.০৪.২০২৩ তারিখের মধ্যে মধুমিতা পার্কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মধুমিতা পার্কটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশনা দেয়ায় সাধারণ মানুষ একটু আশার আলো দেখছেন। তবে বিগত দিনে অদৃশ্য কারণে রায় বাস্তবায়ন না হওয়ায় বিষয়টি নিয়ে এবারও চায়ের দোকান, কাপড় পট্টি, মাছ বাজার সহ সর্বত্র আলোচিত সমালোচিত হতো।
![]() |
ঐ সময় থেকে পৌরবাসির একমাত্র চিত্তবিনোদন কেন্দ্র হয় মধুমিতা পার্ক এবং পার্কের অভ্যান্তরে থাকা মিষ্টি পানির পুকুরটি পৌরবাসির মিষ্টি পানির অভাব দূরীকরণের একমাত্র আধার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ অবস্থায় মধুমিতা পার্ক ও মিষ্টি পুকুরের উপর কু-নজর পড়ে এক শ্রেণীর প্রভাবশালী, ভূমিখেকো, রাজনৈতিক নেতা-কর্মী ও ব্যবসায়ীদের। তারা জেলা পরিষদের অসৎ কর্মচারীদের সাথে যোগাযোগে করে পার্কের প্রাচীর ও রাস্তা ভেঙ্গে পাকা দোকানঘর নির্মাণ করে। তখন পৌরসভায় সচেতন মহল মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটি গঠন করে প্রতিবাদ সভা, মানববন্ধন সহ কর্তৃপক্ষের কাছে পার্কটি সংরক্ষণের জন্য আবেদন-নিবেদন করতে থাকেন। ব্যর্থ হয়ে সহকারী জর্জ আদালত অবৈধ বন্দোবস্ত ও দখলকারিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করেন ও নিষেধাজ্ঞা পান।
অবৈধ দখলকাররা তা অমান্য করে পেশি শক্তি বলে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করতে থাকেন। পরবর্তীতে পার্ক সংরক্ষণ কমিটি তৎকালিন জাতীয় সংসদের স্পীকারের শরণাপন্ন হন এবং তার পরামর্শে বিগত ২০০৫ সালে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। যার নং- ৩৫৯০/০৫। মহামান্য হাইকোর্ট মামলাটির শুনানি অন্তে বিগত ২০০৫ সালের ২৪মে মধুমিতা পার্কের অভ্যন্তরে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করার আদেশ দিলেও অজানা কারণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন হয়নি।
যা মহামান্য হাইকোর্টের আদেশের অবমাননা ও গুরুতর অপরাধ। উক্ত বিষয় উল্লেখ করে মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটি মহামান্য হাইকোর্ট কোর্ট অব কন্টেম পিটিশন দাখিল করেন। যার নং ১০২/২২। উক্ত পিটিশন কয়েকদফায় শুনানি অন্তে সর্বশেষ গত ১৩ মার্চ'২৩ মহামান্য হাইকোর্ট মামলার বিবাদিদের কে আগামী ২০দিনের মধ্যে মধুমিতা পার্কের সকলঅবৈধ স্থাপনা উচ্ছেদ করেমধুমিতা পার্কটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন।
পার্কটি বিনোদনের জন্য আরো আধুনিকায়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। উচ্ছেদ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত জেলার সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন জানান, মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী জেলা প্রশাসকের নিদের্শনায় মধুমিতা পার্কের অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। জেলা প্রশাসকের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান বলেন, উচ্ছেদ অভিযানে পরিচালনার মাধ্যমে মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালিত হলো।
0 coment rios: