পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছার জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চিকিৎসা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র এলাকার ২০ দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান।
উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, আওয়ামী লীগ নেতা এসএম জিয়াদ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা এসএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, প্রসেনজিৎ রায়, টিএম হাসানুজ্জামান, আজিজুল খান, মঙ্গল মন্ডল, আজিজুল বিশ^াস, জুলি শেখ, লতা আমিন, নাজমা কামাল ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২০ ব্যক্তির চিকিৎসা সহায়তা হিসেবে ১০ লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
0 coment rios: