![]() |
পাইকগাছায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভূক্ত ৫ আসামি গ্রেফতার |
পাইকগাছা অফিস ::পাইকগাছায় সাজা ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানার উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, উপজেলার রাড়ুলী ইউনের পরোয়ানাভুক্ত আসামি আসলাম গাজী (২৯), সোলাদানা ইউনিয়নের ভ্যাটমারীর কামাল হোসেন (৪২), রাড়ুলী ইউনিয়নের ভবানীপুরের মহিবুল্লাহ (৩২), একই এলাকার আসলাম গাজী (৩১) ও নারী নির্যাতন মামলার ১ বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি জামিরুল হোসেন সরদারকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
সে দীর্ঘদিন পালাতক ছিল। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারী পরোয়ানার আসামিদের বুধবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
0 coment rios: