![]() |
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস :বাংলার পাট বিশ্বমাত - "পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। প্রশিক্ষক ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, জেলা মূখ্য পরিদর্শক মোঃ মুজিবুর রহমান।
সঞ্চালক ছিলেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য। এটি বাস্তবায়ন করেন, পাইকগাছা পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এসময়ে উপজেলার ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
0 coment rios: