পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিঃ মারুফ বিল্লাহ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত করার লক্ষে সোমবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রতিদ্বন্দী কোন প্রার্থী না থাকায় ইঞ্জিঃ মারুফ বিল্লাহ বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জগদীশ চন্দ্র রায়, সদস্য সচিব প্রধান শিক্ষক সেলিনা পারভীন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মাখন লাল সরদার, শিক্ষক প্রতিনিধি শিবপদ সরদার, বিদোৎসাহী সদস্য শেখ রুহুল কুদ্দুস, ইতি ব্যানার্জী, দাতা সদস্য মিজানুর রহমান মিজান, অভিভাবক সদস্য আকলিমা খাতুন ও স্মৃতি কর্মকার।
নির্বাচন সংক্রান্ত সভা পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান। এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইঞ্জিঃ মারুফ বিল্লাহ।
0 coment rios: