পাইকগাছায় দীর্ঘ ১৯ বছর পর গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গড়ইখালী বাজার চত্বরে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিকতা জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এর পর অতিথিবৃন্দ শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দেবার মধ্যদিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ গাউসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা কমিটির সভাপতি তৃপ্তি রঞ্জন সেন। উপজেলা কমিটির সম্পাদক কাজী জাহাঙ্গীরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। সম্মানিত অতিথি'র বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ওহিদুল ইসলাম সজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল,জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম,জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম,উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু,সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা কমিটির সাধারন সম্পাদক এমএ আজিজুর রহমান রাসেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনI
উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা আ'লীগের সাবেক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস,সোলাদানা ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু,উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মযনুল ইসলাম,জেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ আবু সাইদ খান। বক্তব্য রাখেন ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক এসএম আয়ুব আলী। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ'লীগসহ জেলা-উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলার সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্ব প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় নেতা ওহিদুল ইসলাম সজিব গড়ইখালী ইউনিয়নের রাজিকুজ্জামান সুমন কে সভাপতি ও মোঃ নাছিম কে সাধারণ সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির ঘোষণা দেন। সহ-সভাপতি ৫ জন - বিশ্বনাথ মিস্ত্রি, মোঃ আব্দুর রহমান সরদার,শেখ সাদ্দাম হোসেন,বিশ্বজিত রায়,সাইবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ সরকার,মোঃ নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর হোসেন, ইউসুফ গাইন,বিপ্লব কুমার মিস্ত্রি ও দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল হাসান রকি।
0 coment rios: