![]() |
পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ও অতিথি বৃন্দ |
পাইকগাছা অফিস:পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চাঁদখালী ইউনিয়ন পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাঁদখালী আকিল উদ্দীন কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপে কালিদাসপুর সরঃ প্রাঃ বিদ্যালয় ২-০ গোলে গজালিয়া সরঃ প্রাঃ বিদ্যালয়কে এবং বঙ্গমাতা কাপে কাওয়ালী আদর্শ গ্রাম সরঃ প্রাঃ বিদ্যালয় ১-০ গোলে গজালিয়া সরঃ প্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।
বিশেষ অতিথি ছিলেন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ঝংকার ঢালী ও ইউপি চেয়ারম্যান শাহাজাদা ইলিয়াস। সভাপতিত্ব করেন, কালিদাসপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গৌতম রায়। সঞ্চালনা ও ধারাভাষ্য দেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। এসময়ে উপস্থিত ছিলেন
প্রধান শিক্ষক কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাদশা আলমগীর, বিকাশ চন্দ্র মন্ডল, কহিনূর ইসলাম, অবঃপ্রাপ্ত শংকর রায়, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বাহারুল আলম, কামরুল ইসলাম, নিখিল কুমার, অমরেন্দ্রনাথ সরকার, কামরুল ইসলাম, তামিমা সুলতানা প্রমুখ। খেলা পরিচালনা করেন, আমিরুল ইসলাম, শেখ আলমগীর হোসেন, আহসান আহমেদ ও নিখিল চন্দ্র মন্ডল। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপে ম্যান অফ দ্যা ম্যাচ ও সেরা খেলোয়াড় কাওয়ালীর নাজমুল হুদা ও কালিদাসপুরের আয়েশা খাতুন। খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন।
0 coment rios: