Tuesday, 25 July 2023

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও মতবিনিময় অনুষ্ঠিত-পাইকগাছায়


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে “মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম” এর উপর মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার_মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য_কর্মকর্তা টিপু সুলতান। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাশমী সাকিব, বৈজ্ঞানিক_কর্মকর্তা শাওন আহম্মেদ, মশিউর রহমান, আবু নাছের, গোলাম মোস্তফা, সায়মা সুলতানা, মাসুদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মুজিবর রহমান, উপজেলা সমবায়_কর্মকর্তা হুমায়ূন কবির, কাউন্সিলর এসএম তৈয়েবুর_রহমান, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, সাবেক মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্রসহকারী রণধীর সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম মোসলেম+উদ্দীন আহমেদ ও যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: