Monday, 24 July 2023

বঙ্গবন্ধু মৎস্য চাষকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন----এমপি বাবু

বঙ্গবন্ধু মৎস্য চাষকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন----এমপি বাবু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও রপ্তানী আয়ে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 

তিনি বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের ২ কোটি মানুষ মৎস্য খাতের উপর জীবিকা নির্বাহ করছে। অথচ গুরুত্বপূর্ণ এ মৎস্য খাত বিএনপি জামায়াত সরকারের সময় অবহেলিত ছিল। এমপি বাবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য চাষকে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার শুভ সূচনা করেছিলেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মৎস্য খাতের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় মাছের উৎপাদন ও রপ্তানী আয় বেড়েছে। দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত মৎস্য বিদেশে রপ্তানী করা হচ্ছে। সমুদ্র বিজয় বর্তমান সরকারের উল্লেখ যোগ্য সাফল্য উল্লেখ করে এমপি বাবু বলেন, সমুদ্রের বিশাল জলরাশী মৎস্য ও অন্যান্য সম্পদ আহরণে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে ইলিশ উৎপাদনে আমরা বিশে^ প্রথম স্থান অধিকার করেছি। তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে পরিকল্পিত মৎস্য চাষে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহŸান জানান। তিনি সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। এর আগে তিনি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। 

উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাশমী সাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি সাজ্জাত সরদার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার। অনুষ্ঠানে শ্রেষ্ঠ চিংড়ি চাষী হিসেবে গোলাম কিবরিয়া রিপন, মৎস্য চাষী হিসেবে সাংবাদিক জিএ রশীদ ও মৎস্য উদ্যোক্তা উন্নত চিংড়ি ক্লাস্টার ফার্ম ক্যাটাগরিতে হিমাদ্রী কুমার ঢালীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: