পাইকগাছা অফিস::পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়ােজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ১ম ও ২য় পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতার মুনকিয়া অমর কানন, হরিঢালীর রামনাথপুর ও চাঁদখালীর কাওয়ালী: বঙ্গমাতায় গদাইপুর পুরাইকাটি, কপিলমুনির হাউলি প্রতাপকাটি, লতার হাঁড়িয়া খাসমোহল ও গড়ইখালীর বগুড়া সপ্রবি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। অনুষ্ঠিত খেলায় উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও ইউএনও মমতাজ বেগম।
উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, শেখ ফারুক হোসেন, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান ও ঝংকার ঢালী, সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, সম্পাদক মোঃ নুরুজ্জামান, প্রধান শিক্ষক ডিএম শফিকুল ইসলাম,সৌরভ রায়, মিলি জিয়াসমিন, অহিদুজ্জামান, দিপংকর সরদার, এস আই আনজির, সহকারী নাজমুল হোসেন, গগন ঢালী, দিপক মন্ডল, রামপ্রসাদ সরদার প্রমুখ। প্রথম পর্বের খেলায় টাইব্রেকারে চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে রাড়ুলী বাঁকা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কে, লতার মুনকিয়া অমর কানন সপ্রবি ৪-০ গোলে সোলাদানার খাটুয়ামারী সপ্রবি কে, দেলুটির দারুনমল্লিক সপ্রবি ১-০ গোলে লস্কর এর খড়িয়া বীণাপানি সপ্রবি কে পরাজিত করে ২য় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
দুপুরে ২য় পর্বে খেলায় পাইকগাছা মডেল সপ্রবি ১-০ গোলে গড়ইখালীর বগুড়ারচক সপ্রবি কে করে পরাজিত করে ওয়ার্কোভারে পাইকগাছা মডেল সপ্রবি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। পরবর্তীতে লতার মুনকিয়া অমর কানন সপ্রবি ৩-০ গোলে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া হিতামপুর সপ্রবি কে , হরিঢালীর রামনাথপুর সপ্রবি ২-০ গোলে দেলুটির দারুনমল্লিক সপ্রবি কে, চাঁদখালী কাওয়ালী সপ্রবি ২-০ গোলে কপিলমুনি সপ্রবি কে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
অপরদিকে, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গদাইপুর পুরাইকাটি সপ্রবি,কপিলমুনির হাউলি প্রতাপকাটি সপ্রবি, লতার হাঁড়িয়া খাসমোহল সপ্রবি ও গড়ইখালীর বগুড়া সপ্রবি সেমিফাইনালে উঠেছে। ধারাভাষ্য দেন, মহাসিন আযম, অনুপ কুমার সরকার। খেলা পরিচালনা করেন মোঃ অহিদুল ইসলাম, এসকে আসাদুল্লাহ, ইসরাইল হোসেন, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, রত্নেশ্বর সরকার, খলিলুর রহমান, সোহরাব হোসেন, দীবাংশু মন্ডল।
0 coment rios: