পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চিংড়ি চাষীর পুরস্কার পেয়েছেন পাইকগাছা উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন। রয়্যাল ফিস ট্রেডিং এর সত্ত¡াধিকারী গোলাম কিবরিয়া রিপন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ এর নিকট থেকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য _ধিদপ্তর খুলনার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।
এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু’র নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপন। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান।
0 coment rios: