পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :আবারও স্বচ্ছতার ভিত্তিতে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ২ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি ও পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। উল্লেখ্য, গত ১৫/০৩/২০২৩ ইং তারিখ বহুল প্রচারিত দুটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন আয়া পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সোমবার দুপুরে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ দুটি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্নতাকর্মী পদে ৯ জন প্রার্থী আবেদন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬ জন প্রার্থী। অপরদিকে আয়া পদে ৫ জন আবেদনকারীর মধ্যে ৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। স্বচ্ছতা নিশ্চিত করতে তাৎক্ষনিক প্রশ্ন তৈরী করে লটারির মাধ্যমে ২০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। নিয়োগ পরীক্ষায় ডিজি প্রতিনিধি হিসেবে ছিলেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, সদস্য সচিব ছিলেন প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, ম্যানেজিং কমিটির সদস্য কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান উপস্থিত ছিলেন। পৌরসভা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় এবারও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয় বলে জানান বিদ্যালয়ের সভাপতি ও পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর।
0 coment rios: