Tuesday, 11 July 2023

পাইকগাছায় ব্লু স্টার ও ন্যাশনাল হ্যাচারীতে মোবাইল কোর্টে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ৩০ লক্ষাধিক রেনু পোনা বিনষ্ট

পাইকগাছায় ব্লু স্টার ও ন্যাশনাল হ্যাচারীতে মোবাইল কোর্টে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ৩০ লক্ষাধিক রেনু পোনা বিনষ্ট
 পাইকগাছায় ব্লু স্টার ও ন্যাশনাল হ্যাচারীতে মোবাইল কোর্টে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ৩০ লক্ষাধিক রেনু পোনা বিনষ্ট

পাইকগাছা অফিস::পাইকগাছায় বিভিন্ন হ্যাচারী তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও জব্দকৃত পোনা মাছ বিনষ্ট করা হয়েছে। 

সোমবার বিকেলে থেকে রাত পর্যন্ত পৌরসভার বাতিখালী  ব্লু স্টার হ্যাচারী ও শিববাটিস্থ ন্যাশনাল শ্রীম্প হ্যাচারী ও নার্সারি তে অভিমান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। অভিমান কালে উক্ত হ্যাচারীতে অবৈধ ভাবে মৎস্য অধিদপ্তরের অনুমোদন না নেয়া, পিসিআর টেষ্ট না করা সহ ভারতীয় রেনু উৎপাদন করা সহ মৎস্য হ্যাচারি আইন ২০১০, ৮ ধারা/১৮(২) এর অপরাধে মোবাইল কোর্টে প্রত্যেককে ৬০হাজার টাকা করে মোট ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত ৩০ লক্ষাধিক রেনু পোনা বিনষ্ট করা হয়। 


এসময়ে খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ পরিচালক শরৎ কুমার মিস্ত্রী, বটিয়াঘাটা ও পাইকগাছার  সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন ও মোঃ টিপু সুলতান, মেরিন ফিশারিজ অফিসার চঞ্চল মন্ডল, ক্ষেত্র রণধীর সরকার, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন সহ থানা পুলিশ ও আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: