Saturday, 26 August 2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন বাঙালি  জাতির অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছেন


খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ছোটবেলা থেকে সারা জীবন বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছেন। তিনি বাঙালির জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এর আগে বাঙালি কখনো স্বাধীন জাতি ছিল না। তিনি বলেন, পাকিস্তান আমলে বাঙালির কোনো অধিকার ছিল না। তখন বাংলাদেশে যত শিল্প ছিল, তার সবগুলোর মালিক ছিল পাকিস্তানি। 

তিনি আরও বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবসময় ষড়যন্ত্র ছিল। যড়যন্ত্র করে বাঙালি জাতিকে বঞ্চিত করা হয়েছে। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। স্বাধীনতার যুদ্ধের সময়ও ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুকে যারা ষড়যন্ত্র করে হত্যা করলো তারাই, যারা দেশের স্বাধীনতা চায়নি। তারাই আবার গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা চালালো, মৌলবাদের উত্থান ঘটিয়েছে। নিজামীদের মন্ত্রী এমপি বানিয়েছে এই একই গোষ্ঠী। সুতরাং আমাদেরকে ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। প্রধানমন্ত্রীকেও বহুবার ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা চেষ্টা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২৬ আগস্ট) বিকালে পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ শহীদুল্লাহ, সদস্য আনিসুর রহমান মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক সুরজিৎ মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, অনুপম মন্ডল, কামরুল হাসান বাপ্পি, জিএম তৈয়েবুর রহমান, ইমরান হোসেন যুবরাজ, চিন্ময় রায়, অর্জুন সরকার বলয়, মফিজুল ইসলাম, দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুব, স্বেচ্ছাসেবক লীগ নেতামোঃ কামরুজ্জামান, মোঃ আব্দুল মান্নান সানা, শংকর ঢালী, বিদ্যুৎ কুমার মন্ডল, পলাশ বাছাড়, হাবিবুর রহমান, সোহাগ হোসেন বাবু, রাজিকুজ্জামান সুমন, এস এম নাসিম, বাশারুল ইসলাম বাচ্চু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বি. সরকার, গফ্ফার খা, শিবানন্দ রায় সহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: