![]() |
পাইকগাছায় বৃদ্ধা মহিলাকে কুপিয়ে জখম |
পাইকগাছা অফিস::পাইকগাছায় রমেছা (৫৫) নামে এক বৃদ্ধাকে কতিপয় ব্যক্তি কুপিয়ে জখম করেছে বলে আহত মহিলা অভিযোগ করেছেন। সে আশাশুনি থানার দরগাপুর গ্রামের আব্দুল আলীর স্ত্রী। শনিবার ভোর ৬ টার দিকে মটবাটী শ্রীশ্রী রাম কৃষ্ণ সেবাশ্রম সংলগ্ন আশেপাশে এ ঘটনা ঘটেছে। রমেছা জানায় তাকে শারিরীক ভাবে নির্যাতন করতে চেয়েছিল।
তা করতে না পারায় এ ঘটনা ঘটায় বলে তিনি জানান। প্রচন্ড রক্ত ক্ষরণ হতে থাকলে সে চেঁচুয়া গাজী পাড়ার সাংবাদিক মিজানদের বাড়ীর সামনে মাথা ঘুরে পড়ে যায়। এ সময় থানা পুলিশের সংবাদ দিলে এস আই আনজির হোসেন তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ঘটনা স্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানায়, তাকে অন্য কোন পাগলে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তবে বৃদ্ধা জানায় তাকে তিনটি কোপ মেরেছে। যে কুপিয়েছে তাকে দেখলে তিনি চিনতে পারবে।
উপস্থিত অনেকেই বলে এ মহিলা এলাকায় শাড়ী কাপড়, সাবান সহ অন্যান্য জিনিস পত্র চুরি করে। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0 coment rios: