![]() |
পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন |
পাইকগাছা অফিস::পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্ম দিন উদযাপন উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা সদরস্থ মুজিব কর্ণারে উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সমিরণ সাধু'র সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত।
উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তৃতা করেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, কৃষকলীগের সদস্য সচিব ময়নুল ইসলাম, ইউনিয়ন সভাপতি নির্মল বৈদ্য, সদদ্য সচিব মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, দীপক কুমার মন্ডল, এসএম রেজাউল হক, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, সহকারী অধ্যাপক মশিউর রহমান, যুবলীগের সাবেক সভাপতি এসএম শামসুর রহমান, যুবলীগ নেতা জগদীশ রায়, গৌরাঙ্গ মন্ডল, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌতম রায়, মৃগাঙ্ক বিশ্বাস, মহিলা আ'লীগ নেত্রী নাজমা কামাল, স্নেনেয়ারা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়া ও মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার প্রমুখ।
অপরদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচিতে সকাল ১০ টায় উপজেলা বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধু পুত্র শহীদ ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান ও রতন কুমার হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
0 coment rios: