![]() |
পাইকগাছায় প্রতিবন্ধী রাসেল কে হুইল চেয়ার দিলেন ইউপি চেয়ারম্যান তুহিন |
পাইকগাছা অফিস::গদাইপুর ইউনিয়নের মেধাবী ছাত্র প্রতিবন্ধী রাসেল মোড়ল পেল হুইল চেয়ার। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়নমেলার লস্কর ইউনিয়ন পরিষদ স্টোলে প্রতিবন্ধী রাসেল মোড়ল কে হুইল চেয়ার প্রদান করলেন লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।
উল্লেখ্যপাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটি গ্রামের হতদরিদ্র মোঃ সাজ্জাদ মোড়লের প্রতিবন্ধী পুত্র মেধাবী ছাত্র মোঃ রাসেল মোড়ল। সে পাইকগাছা আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। একটি হুইল চেয়ারের অভাবে তার স্বাভাবিক জীবন যাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল ।
তার জন্য একটি হুইল চেয়ারের আবেদন জানিয়ে সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে একজন সাংবাদিক গত ৯ই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন এবং উক্ত পোস্টে তিনি বিশেষভাবে প্রতিবন্ধীদের অভিভাবক হিসাবে পরিচিত পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) এর দৃষ্টি আকর্ষণ করেন।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ঢাকায় অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানের ন্যায় লস্কর ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিত থাকার বিশেষ প্রোগ্রাম থাকায় তিনি ঢাকা থেকে ফিরে প্রতিবন্ধী ছেলেটিকে হুইল চেয়ার দিবেন বলে তার পরিবারকে আশ্বস্ত করেন। ইউপি সদস্য, সাংবাদিক ও সাধারণ জনগনের উপস্থিততে প্রতিবন্ধী রাসেলকে হুইল চেয়ার প্রদান করে মানবিক চেয়ারম্যান তার প্রতিশ্রুতি পূরণ করেছেন।
0 coment rios: