পূর্ণ চন্দ্র মন্ডল::পাইকগাছা-কয়রা'র ২৯ সংবাদকর্মী ঢাকাস্থ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি') ৩ দিনের বুনিয়াদী ( আবাসিক) প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত মঙ্গলবার সকাল ৯ টায় পিআইবি সেমিনার কক্ষে ১৯ -২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণে সূচনা বক্তৃতা দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক জাফর ওয়াজেদ।
বিকেল ৪ পর্যন্ত অনুষ্ঠেয় প্রশিক্ষণ প্রদান করেন ইউআইইউ'র গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগীয় প্রধান ড. শেখ শফিউল ইসলাম, পিআইবি পরিচালক শেখ মজলিশ ফুয়াদ ও সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এ সময় আরো উপস্থিত ছিলেন কালেরকন্ঠের সিনিয়র রির্পোটার নিখিল চন্দ্র ভদ্র। প্রশিক্ষণার্থী সংবাদকর্মীরা জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি।
0 coment rios: