Friday, 13 October 2023

গড়ইখালীর বাইনবাড়িয়ায় সাপ্তাহিক মেডিকেল উদ্বোধন করেন ড. শহীদ

গড়ইখালীর বাইনবাড়িয়ায় সাপ্তাহিক  মেডিকেল উদ্বোধন করেন ড. শহীদ
 গড়ইখালীর বাইনবাড়িয়ায় সাপ্তাহিক  মেডিকেল উদ্বোধন করেন ড. শহীদ

পাইকগাছা অফিস::বর্তমান প্রেক্ষাপটে অকাল মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ, ব্রেনস্ট্রোক কিডনি ফেইলুর সহ নানা রকম জটিল রোগ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে এবং উচ্চরক্তচাপ  এই সমস্ত জটিল সমস্যার কারণ। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত জটিলতা প্রতিরোধে পাইকগাছা উপজেলার গড়ৈখালী ইউনিয়ন এর বাইন বাড়িয়ায় ধ্রুব মেডিকেল সেন্টারে বিনামূল্যে সাপ্তাহিক মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করলেন খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পাইকগাছা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ।  এ সময় তিনি বলেন, সময় মত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ  করতে পারলে নানা রকম জটিল রোগ থেকে নিজেকে রক্ষা করা যায়। যেকোনো রোগ প্রতিরোধ ও চিকিৎসা করতে হলে আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সে সম্পর্কে নিশ্চিত হতে হবে। আমাদের দেশের শতকরা ১০ থেকে ১৫ ভাগ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত পক্ষান্তরে শতকরা ২৫ ভাগ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। আমাদের দেশের প্রাপ্তবয়স্কদের একটি বিশাল গ্রুপ আছেন যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন অথচ তারা জানেননা। এর মূল কারণ হলো:

১) নিজের স্বাস্থ্য সম্পর্ক তে সম্পর্কে উদাসীনতা সচেতনতার অভাব। ২) পরীক্ষা-নিরীক্ষা করতে অর্থব্যয়ের হিসাব। 

৩) নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা যে আমার এ সমস্ত  রোগ হবে না, ইত্যাদ।

এ সকল বিষয় বিবেচনা করে পাইকগাছা ডায়াবেটিস_সমিতির সভাপতি ও খুলনা জেলা আওয়ামী_লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক পাইকগাছা এবং কয়রা উপজেলায় তিনটি ডায়াবেটিস সেন্টার গড়ে তুলেছেন।

পাশাপাশি তিনি এই সমস্ত স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাপ্তাহিক ফ্রি ফ্রাইডে মেডিকেল চেকআপ সেন্টার গড়ে তুলেছেন বিভিন্ন জায়গায়। এই কর্মসূচির সূত্র ধরে আজ গড়ইখালি   ইউনিয়নের বাইন বাড়িয়ায় ধ্রুব মেডিকেল সেন্টারে লাবণ্য বাছাড়ের এর সহযোগীতায় প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ২৫ জন রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ ওজন মেপে দেয়া হচ্ছে। পাশাপাশি ডায়াবেটিস,  উচ্চ রক্তচাপ অথবা অধিক ওজনধারী চিহ্নিত করে উক্ত ব্যক্তিদের  

এ বিষয়ে করণীয় কি তার জন্যে  লিফলেট বিতরণ মৌখিক পরামর্শ ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়ে আশা করি এই কর্মসূচি এলাকার মানুষের স্বাস্থ্য উন্নয়ন ও চিকিৎসা ব্যবস্থায় একটি বিশেষ  পরিবর্তন আনবে। প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত  থাকবে।

এসময়ে প্রধান শিক্ষক প্রিয়নাথ মন্ডল, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, কোহিনুর কান্তি মন্ডল, আওয়ামীলীগের ইউনিয়ন ৬নং ওয়ার্ড সেক্রেটারি বিপুল কৃষ্ণ মন্ডল, পুস্পেন সরদার, জয়ন্ত মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: