![]() |
পাইকগাছায় দুই দিনে পানিতে ডুবে দু'টি শিশু'র মৃত্যু |
পাইকগাছা অফিস:পাইকগাছায় পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বেড়ে গেছে। গত দুই দিনে পর পর দুটি শিশু মৃত্যুর মত ঘটনা ঘটছে। বৃহস্পতিবার আনুমানিক ৯ সকাল টার দিকে পুকুরের পানিতে ডুবে নূরজাহান নামে (৫) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গদাইপুরের চরমোলাই গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত শিশুর পিতার নাম নুরু ইসলাম গাজী। পরিবারিক সুত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় শিশুটির মা' রাফিজা তাকে নানী আনোয়ারার কাছে রেখে কাজে যায়।
শিশু নূরজাহান সকাল কোন এক সময় টার দিকে বাড়ির পার্শ্বে পুকুরের পাঁকা ঘাটে গিয়ে বসেন। ধারণা করা হচ্ছে এক সময় অসাবধানতা বসত পা পিছলে সে পুকুরে ডুবে যায়। স্থানীয় রেজাউল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে পথচারি এক শিশু নুরজাহানকে পুকুরে ভাসতে দেখে চিৎকার দেয়। এসময় আমরা দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।
অপরদিকে, গত মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়া এলাকার বাসিন্দা মিঠুন সরদারের একমাত্র ছেলে আরিফুল সরদার (৫) মৃত্যুর ঘটনা ঘটে। মৃতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে আরিফুল বাড়ির পাশে সমবয়সী শিশুদের সাথে খেলছিল। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে গেলে সেখানে উপস্থিত অন্য শিশুরা দৌঁড়ে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়।
তাৎক্ষণিক আরিফুলের বাবা তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনি ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও ইউএনও মুহাম্মদ আল-আমিন জানান, সম্প্রতি অতিবৃষ্টিতে পুকুর, ডোবা, খালবিলে পানি ভর্তি। প্রত্যেক অভিভাবকদের তার সন্তানদের প্রতি সচেতন ও লক্ষ্য রাখার কথা বলেছেন।
0 coment rios: