![]() |
মতবিনিময় সভায় নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে |
পাইকগাছা অফিস::খুলনা- ৬ (পাইকগাছা-কয়রা) নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল বলেছেন, যে আশা, আকাঙ্খা, আস্থা নিয়ে জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিয়েছেন তার মূল চালিকাশক্তি আপনারা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। পাইকগাছা-কয়রা'র জনগণ আবারো স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠনে সহায়তা করবে শেখ হাসিনা সরকারকে। আসুন, সবাই মিলে নির্বাচনটাকে উৎসবমুখর করি।
শনিবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ কুমার সাধু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত। উপজেলা সেক্রেটারি শেখ কামরুল হাসান টিপু'র পরিচালনায় বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পৌর সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী ও আ. মজিদ গোলদার, চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, বিভূতি ভূষণ সানা, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, বিজন বিহারী সরকার, রেজাউল হক, পরেশ মন্ডল, কাজী জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুল গফুর, কুদ্দুস সানা, ছাত্রলীগের অ্যাড. আ. কালাম আজাদ, জগদীশ রায়, মিজানুর রহমান মিজান, মিনারুল ইসলাম, আবু সাইদ কালাই, প্রদীপ মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, শফিকুল ইসলাম, ছিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, মুক্ত অধিকারী, রাফেজ ইসলাম, রামকৃষ্ণ বাছাড়, রাকিব জামান, রিপন রায় প্রমুখ। এসময়ে উপজেলা আওয়ামী ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 coment rios: