![]() |
বিয়ের আসর থেকে বর চলে যাওয়ার পর কনের আত্মহত্যা থানায় মামলার প্রধান আসামি গ্রেফতার |
শনিবার রাতে বটিয়ঘাটা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান,উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের ঠাকুর দাশ মন্ডলের মেয়ের সাথে গত সোমবার বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদীপ্ত মণ্ডলের (২২) বিয়ের দিন ধার্য ছিল।ছেলেপক্ষ সঠিক সময়ে না আসায় বিয়ের লগ্ন পেরিয়ে যায়। সপরের_লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার_সঙ্গে কথা- কাটাকাটির একপর্যায়ে ছেলে বিয়ের আসর থেকে_চলে যায়। এতে মেয়ে মানসিক সভাবে ভেঙে পড়ে আত্নহত্যার পথ বেছে নেয়।
এ ঘটনায় শনিবার মেয়ের পিতা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করে। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুদিপ্ত মন্ডল(২২) কে গ্রেফতার করে। হত্যা প্রচারণা মামলার প্রধান আসামি গ্রেফতারের কথা স্বীকার করে এবং তাকে আদালতের মাধ্যমে জেল_হাজতে পাঠানো হয়েছে বলে ওসি মো. রফিকুল ইসলাম জানান।
0 coment rios: