Monday, 4 December 2023

বিয়ের আসর থেকে বর চলে যাওয়ার পর কনের আত্মহত্যা থানায় মামলার প্রধান আসামি গ্রেফতার

বিয়ের আসর থেকে বর চলে যাওয়ার পর কনের আত্মহত্যা থানায় মামলার প্রধান আসামি গ্রেফতার
 বিয়ের আসর থেকে বর চলে যাওয়ার পর কনের আত্মহত্যা থানায় মামলার প্রধান আসামি গ্রেফতার


পাইকগাছা (খুলনা)সংবাদদাতা::খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের মুনকিয়া এলাকায় গত শুক্রবার এক তরুণীর আত্মহত্যার_ঘটনায় হত্যার প্রচারণা মামলার প্রধান_আসামিকে গ্রেফতার  করেছে পুলিশ।

শনিবার রাতে বটিয়ঘাটা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান,উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের ঠাকুর দাশ মন্ডলের মেয়ের সাথে  গত সোমবার  বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদীপ্ত মণ্ডলের (২২) বিয়ের দিন ধার্য ছিল।ছেলেপক্ষ সঠিক সময়ে না আসায় বিয়ের লগ্ন পেরিয়ে যায়। সপরের_লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার_সঙ্গে কথা- কাটাকাটির একপর্যায়ে ছেলে বিয়ের আসর থেকে_চলে যায়। এতে মেয়ে মানসিক সভাবে ভেঙে পড়ে আত্নহত্যার পথ বেছে নেয়। 

এ ঘটনায় শনিবার মেয়ের পিতা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করে। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুদিপ্ত মন্ডল(২২) কে গ্রেফতার করে। হত্যা প্রচারণা মামলার প্রধান আসামি গ্রেফতারের কথা স্বীকার করে এবং তাকে আদালতের মাধ্যমে জেল_হাজতে পাঠানো হয়েছে বলে ওসি মো. রফিকুল ইসলাম জানান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: