![]() |
মৌখালী ইউনাইটেড একাডেমির নির্বাচন সম্পন্ন ; সুজাসভাপতি নির্বাচিত |
মাজহারুল ইসলাম মিথুন ::পাইকগাছার ঐতিহ্যবাহী মৌখালী ইউনাইটেড একাডেমির সভাপতি পদে আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান সুজা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় আক্তারুজ্জামান সুজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মৌখালী ইউনাইটেড একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন সদস্য_সচিব প্রধান শিক্ষক শ্যামল কুমার, দাতা সদস্য মোস্তাফিজুর রহমান, অভিভাবক_সদস্য আওছাফুর রহমান, অহেদুজ্জামান, হাবিবুর রহমান সানা, উদয় কুমার বিশ্বাস ও সিরিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি_হরিপদ মন্ডল, এস এম ইফতেখারুল আলম ও আয়েশা খাতুন ও বিদ্যুৎসাহী সদস্য ইউপি সদস্য_মামুন।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যরা উপজেলা চেয়ারম্যান_আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সাথে শুভেচ্ছা বিনিময়_করেন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, শাহআলম, নুরুল ইসলাম, ইমাম শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, আবুল হাশেম ও মাজহারুল ইসলাম মিথুন।
0 coment rios: