![]() |
দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে - এমপি রশীদুজ্জামান |
পাইকগাছা অফিস :বাঙালির ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন সহ বাংলাদেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে শিক্ষার্থীরা অতীত ইতিহাস জানেনা। জানতে চাই না, শিক্ষকতে চাইনা। তারা ফেসবুক, ইন্টারনেট জুয়া ও মাদকাসক্ত হয়ে পড়েছে। মাঠে খেলাধূলা, সাংস্কৃতিক চর্চা করতে ভুলে গেছে। ফলাফল খুবই উদ্বেগজনক।
এজন্য শুরু শিক্ষকদের উপর দোষারোপ করলে হবে না। তার আগে প্রত্যক অভিভাবকদের সচেতন হতে হবে। তার সন্তান কোথায় কি করছে। পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। বর্তমানে সরকার অর্থনৈতিক, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন চোখে পড়ার মতো। বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান কে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ছাত্রত্ব বজায় রেখে লেখাপড়ায় মনোযোগী হওয়া। শিক্ষা-প্রতিষ্ঠানের শৃংখলা মেনে চলা। ছাত্র শিক্ষকের মধ্যে দূরত্ব তৈরি না করা। ছাত্র এবং শিক্ষক একে অপরের সহযোগী। ছাত্র তার শিক্ষক থেকে প্রয়োজনীয় ক্লাসের দিক নির্দেশনা ও শিক্ষা অর্জন করবে। ছাত্র মনোযোগী হবে শিক্ষকের প্রতি। আর শিক্ষক ছাত্রকে প্রয়োজনীয় শিক্ষা সম্পর্কে যথাযথ জ্ঞান প্রদান করবে।
সরকারি কলেজের সুমন চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।
সংবর্ধনা মঞ্চে স্বাগত বক্তৃতা করেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। প্রভাষক মোমিন উদ্দীন ও লুৎফা ইসলাম এর উপস্থাপনায় বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক মো. আমান উল্লাহ গাজী, এফ এম ইলিয়াস হোসেন, সত্যপ্রিয় মিস্ত্রী ও শহীদুল ইসলাম, প্রভাষক সুস্মিতা সরকার, আসমা আখতার, আমেনা খাতুন, জিএম রহমত আলী, তরুণ কান্তি মন্ডল, তাজুল ইসলাম, নাজনীন নাহার, সঞ্জয় কুমার ঘোষ, জিএমএ রাজ্জাক, স্বাপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, নিখিল চন্দ্র মন্ডল, মাহবুবা নাজনীন, সোমা রায়, মাধুরী মন্ডল, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। এসময়ে অন্যান্য প্রভাষক, সাংবাদিক, কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।
0 coment rios: