![]() |
পাইকগাছায় শিবসা নদীর মধ্যখানে ব্যতিক্রমী প্রতীকী প্রতিবাদ ও সভা |
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা::পাইকগাছায় শিবসা নদী খনন, চর ভরাটি জমির অবৈধ দখলমুক্ত ও টিআরএম প্রকল্প চালু করে জোয়ার-ভাটা সৃষ্টির দাবি করেছেন উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর বাজারের মৃতপ্রায় শিবসা নদীর মাঝখানে তাবু টানিয়ে নেতৃবৃন্দ এসব দাবি উত্থাপন করেন। নেতৃবৃন্দ আরোও বলেন, পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে নদী কেন্দ্রীয় নৌপথে। অথচ জলবায়ুর পরিবর্তন ফলে এ সভ্যতা আজ চরম হুমকির মুখে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পোল্ডার অভ্যন্তরে ১০৯ টি নদী মারা গেছে। এছাড়া এক সময়ের খরস্রোতা শিবসা, বেতনা, হাড়িয়া শালিখা সহ অন্যান্য নদ-নদীতে পলি জমে ভরাট হয়ে গেছে। এসব নদ-নদী খনন না করা হলে একদিকে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করবে। অন্যদিকে ফসলহানি ঘটবে। এর ফলে খাদ্য সংকট দেখা দেবে, তেমনি বসবাসের অযোগ্য পরিবেশ তৈরী হবে। সে কারণে সভ্যতা টিকিয়ে রাখতে নদ-নদী খনন ও টিআরএম প্রকল্প চালু করা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। বৈঠকের সভাপতির বক্তৃতায় উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী অভিযোগ করেন শহর রক্ষা বাঁধের নামে পৌরসভা নদীর চরভরাটি জমিতে অপরিকল্পিত বাঁধ দিয়ে পরিবেশ নষ্ট করে নবায়নের গাছগুলো ধ্বংস করছে। অন্যদিকে মাছ কাঁটার কিছু ব্যবসায়ী শিবসা নদী ভরাটি জমি দখল করে পাকা স্থাপনা তৈরী করছে। তিনি খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জোরালো দাবি করেন।
একর্মসূচিতে সার্বিক সহযোগিতায় করেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। বৃহস্পতিবার সকাল ১১ টায় পাইকগাছা পৌরসভার বাজার সংলগ্ন শিবসা নদীর মাঝখানে পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী'র সভাপতিত্বে এসকল কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তরণের প্রতিনিধি দীলিপ সানা'র সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য ও তালা উপজেলা পানি কমিটির সম্পাদক মীর জিল্লুর রহমান, ডুমুরিয়া পানি কমিটির সম্পাদক সেলিম আক্তার স্বপন, কমিটির সদস্য অব. প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, শেখ সাদেকুজ্জামান, বীর_মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার_সরকার, প্রভাষক মো. মোমিন_উদ্দীন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ ও পূর্ণ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও আমজেদ গাজী, নাজমা কামাল, ঝর্না রাণী সরকার, মো. মাহবুব জোয়াদ্দার, রেজাউল করিম, সোহেল পারভেজ, বিপুল কুমার মন্ডল, নাজমুল গাজী, সুমন মোড়ল। সভায় বক্তারা অনতিবিলম্বে শিবসা নদী চর ভরাটিয়া জায়গায় মাছকাটা সহ সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ, শিবসা নদীর পানি প্রবাহ সচল করা এবং নদী দ্রুত খনন কার্য পরিচালনা করার জন্য নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
0 coment rios: