Sunday, 25 February 2024

পাইকগাছায় ফাতিমা তুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা"র কার্যকরী_কমিটি গঠিত- সভাপতি ডা. কওসার আলী - সেক্রেটারি অ্যাড. মজিবুর

পাইকগাছায় ফাতিমা তুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা"র কার্যকরী_কমিটি গঠিত- সভাপতি ডা. কওসার আলী - সেক্রেটারি অ্যাড. মজিবুর

পাইকগাছা অফিস::পাইকগাছায় সরল ৪নং ওয়ার্ডস্থ "ফাতিমা তুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা"র কার্যকরী _কমিটি গঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সকালের সর্বসম্মতিক্রমে  নব গঠিত কার্যকরী কমিটিতে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুহাম্মদ কওসার আলী গাজী কে সভাপতি ও অ্যাড. এসএম মজিবুর রহমান কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করাহয়। 

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোর্ত্তজা জামান আলমগীর রুলু , অধ্যাপক জিএম শফিকুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদমনিরুজ্জামান_মনি, মোহাম্মদ__রেজাউল__করিম ও এস এম রজত__আলী, মোহাম্মদ আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল গনি__সরদার ও মোহা. গোলজার নায়েব, কোষাধ্যক্ষ জিএম আব্দুস সালাম, সহকারী_কোষাধ্যক্ষ  আলহাজ্ব মোহাম্মদ শহিদুল_ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. সুফিয়ার_রহমান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সোহরাব হোসেন গাজী, নির্বাহী সম্পাদক হলেন, মুফতি মাওলানা হাবিবুর_রহমান, অফিস_সম্পাদক  মুফতি মাওলানা আবু_রায়হান এবং কার্যকরী সদস্য হলেন, মো. জিন্নাত হোসেন , আলহাজ্ব মো. আব্দুল খালেক সরদার, মো. আব্দুল গফফার ও মো. নাজমুল হোসেন, মো. ইব্রাহিম শেখ, আলহাজ্ব মো. সাইদুর রহমান, শেখ মোহাম্মদ__রুহুল কুদ্দুস, মো. আসলাম পারভেজ, আলহাজ্ব মুশরাফুলআলম, বিএম কুরবান আলী।--------------


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: