Sunday, 7 April 2024

সমাজ থেকে অনিয়ম-দুর্নীতি ও অপসাংবাদিকতা দূর করতে হবে... এমপি রশীদুজ্জামান

সমাজ থেকে অনিয়ম-দুর্নীতি ও অপসাংবাদিকতা দূর করতে হবে... এমপি রশীদুজ্জামান

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার জন্য গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশ। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের ২৩ বছরের দুঃশাসন এবং মহান স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। এছাড়া শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে যে অভ‚তপূর্ব উন্নয়ন করেছে এ উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে গণমাধ্যম এবং সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমপি রশীদুজ্জামান বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম সম্প্রদায়ের জন্য অনেক বড় একটি নিয়ামত।

 

এ রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সমাজ থেকে অনিয়ম দুর্নীতি ও অপসাংবাদিকতা দূর করতে হবে। আমরা যে যেখানেই যে পেশায় নিয়োজিত রয়েছি সেখান থেকেই দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাহলে পবিত্র মাহে রমজানের যে আহবান সেটি সার্থক হবে।

তিনি রোববার বিকালে পাইকগাছা প্রেসক্লাব আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট  এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এবং যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা আওয়ামী লীগনেতা খায়রুল আলম, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দিন, উপাধ্যক্ষ উৎপল বাইন, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, কাউন্সিলর কবিতা দাশ, আসমা আহম্মেদ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা আব্দুল হান্নান ওমর।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: