Friday, 23 February 2024

সুন্দরবনে ব্যতিক্রমধর্মী ২ দিনের প্রশিক্ষনলেখনি'র মাধ্যমে উপকূল ও পরিবেশ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান l

সুন্দরবনে ব্যতিক্রমধর্মী ২ দিনের প্রশিক্ষনলেখনি'র মাধ্যমে উপকূল ও পরিবেশ বিষয়ে  সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান l
 সুন্দরবনে ব্যতিক্রমধর্মী ২ দিনের প্রশিক্ষনলেখনি'র মাধ্যমে উপকূল ও পরিবেশ বিষয়ে  সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান l

স্নেহেন্দু বিকাশ, মুক্তিযুদ্ধের মানচিত্র রক্ষায় পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গনমাধ্যম কর্মীদের এক সাথে কাজ করার অঙ্গীকারে সুন্দরবনের অপরুপ প্রকৃতিক সৌন্দর্যের মাঝে সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালা হয়েছে।

উপকূল ও পরিবেশ বিষয়ক ব্যতিক্রমধর্মী আয়োজনে গত ১১-১২ ফেব্রুয়ারী খুলনা জেলার দাকোপ উপজেলার সর্ব দক্ষিনে সুন্দরবনের পশ্চিম ঢাংমারী ইরাবতী ইকো রিসোর্ট এন্ড রির্সাস সেন্টার উপকূলীয় জেলা ও উপজেলার টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ফটো সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মধ্যম অনলাইন পত্রিকারসহ উপকূলীয় জেলা-উপজেলার  ৪০ সংবাদকর্মী প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন। যার আয়োজনে ছিল ধরিত্রী রক্ষায় ধরা,ওয়াটারকিপার্স বাংলাদেশ ও সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন।  দু'দিনের প্রশিক্ষনে জলবায়ুর পরিবর্তন ইস্যুতে জাতীয় ও আন্তর্জাতিক পেক্ষাপট এবং উপকূল সাংবাদিকদের করনীয় বিষয়ে ধারণা প্রদান করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী পরিবেশবিদ  শরীফ জামিল।  

জলবায়ুর পরিবর্তন জনিত  ইস্যুতে অনুসন্ধানী প্রতিবেদন প্রতিবেদন তৈরী ও পরিবেশ ইস্যুতে সচেতনতা সৃষ্টিতে করনীয় বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি ও বিশিষ্ট  গণমাধ্যম ব্যক্তিত্ব খায়রুজ্জামান কামাল। 

প্রশিক্ষনের উদ্বোধন ও লিখন পরিবেশ সৃষ্টি প্রশিক্ষের উদ্দেশ্য ও নিয়মাবলী উপস্থাপন করেন সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র।

জলবায়ুর পরিবর্তনসহ পরিবেশ বিষয়ে স্থানীয় ইস্যুগুলো চিহ্নিত করা ও রিপোর্টের পরিকল্পনা প্রনয়ন সম্পর্কে ধারণা দেন পার্লামেন্টনিউজ শাকিলা পারভিন রুমা। 

কর্মশালায  রিপোটিং এর বিষয় নির্ধারণ, সাক্ষাৎকার গ্রহন,ফিসার লেখার কৌশল,সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় বিষয়ে প্রশিক্ষন নেন ৭১' টিভির উপ-বার্তা প্রধান সিনিয়র সাংবাদিক পলাশ আহসান। সার্বিকভাবে সহযোগিতা করেন ওয়াটারকিপার্সের ম্যানেজার ইকবাল হোসেন ও ধরার সমন্বয়ক পরিবেশ কর্মী  নূর আলম শেখ।

প্রশিক্ষনে জলবায়ু পরিবর্তন জনিত বিরুপ প্রভাব মোকাবেলায় করনীয় বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণে শেখ হাসিনা' সরকারের নির্বাচনী ইস্তেহারে পরিবেশ রক্ষায় উদ্যোগ,উপকূলীয এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মান করে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা,লবন পানির আগ্রাসন থেকে মুক্তি পেতে লবন পানির চিংড়ি ঘেরের পরিবর্তে মিষ্টি পানির মৎস্য চাষ ও বহুমুখী কৃষি ভিত্তিক অর্থনীতির পরিবেশ সৃষ্টি করতে  উপকূলী এমপিদের সাথে সংলাপ জরুরী, উপকূলীয় নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ,টিআরএম পদ্ধতি চালু করা, পানি ব্যবস্থাপনার সাথে পলি ব্যবস্থাপনা জরুরি,সুপেয় পানি,নদ-নদী ও বায়ু ও পরিবেশ দুষন,স্বাস্থ্য ঝুকি, শিক্ষা ও বর্জ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে লেখনির মাধ্যমে উপকূলীয় সাংবাদিকদের যথাযথ ভূমিকা রাখার আহবান জানানো হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: