পাইকগাছা অফিস:পাইকগাছায় গড়ইখালী ইউনিয়নে উত্তরণ সাইক্লোন রেমাল- রিলিফ এন্ড আর্লি রিকভারি প্রকল্পে সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ওহাইজিন কিট বক্স বিতরণ করা হয়েছে।
![]() |
পাইকগাছায় উত্তরণ সাইক্লোন রেমাল- রিলিফ এন্ড আর্লি রিকভারি প্রকল্পে সহায়তায় অর্থ ও হাইজিন কিট বক্স বিতরণ |
শুক্রবার বিকাল ৪ ঘটিকায় গড়ইখালী ইউনিয়নে চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু'র সভাপতিত্বে ১শত পরিবারের মাঝে নগদ (মোবাইল ব্যংকিং) ৬ হাজার টাকা ও হাইজিন কিট বক্স বিতরণ করা হয়।
এসময় ট্যাগ অফিসার মোঃ আকরাম হোসেন,প্যানেল চেয়ারম্যান শরৎ চন্দ্র মন্ডল, বিশিষ্ট সমাজসেবক স.ম রেজাউল, ইউপি সদস্য গাউসুল করিম সরদার, প্রধান শিক্ষক মোছাম্মদ আকলিমা সুলতানা, উত্তরণ ম্যনেজার মোঃ নাজমুল বাসার, শাখা ব্যবস্থাপক মাহাফুজা সুলতানা, কর্মী আল আমিন, দিবাকর দে, শতাব্দি বিশ্বাস, জাহিদ হোসেন, কোহিনূর হোসেন, সুধীজন সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
0 coment rios: