পাইকগাছা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় বুধবার সকালে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইদুর নিধন দিবস পালিত হয়েছে। উপজেলা কৃষি সপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল হুদার পরিচালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পপি রাণী রায়। বক্তব্য রাখেন সাংবাদিক জিএম মিজানুর রহমান, আলাউদ্দিন রাজা,উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ,কৃষক কাজী অহিদুজ্জামান।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে শীতকালী সবজির বীচ প্রদান করেন।
0 coment rios: