পাইকগাছা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় মসজিদে দানকৃত ছাগল বিক্রয়কে কেন্দ্র করে মারামারিতে ফজর গাজী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।জানা গেছে, পাইকগাছা উপজেলার শ্যামনগর গ্রামের শ্যামনগর পশ্চিম পাড়া জমে মসজিদে একই গ্রামের আবু বাক্কার শেখ নামে এক ব্যক্তি একটি ছাগল দান করে।
মসজিদের সভাপতি মমিন গাজী জানান,জুম্মার নামাজ শেষে দানের ছাগল প্রকাশ্যে ডাকে বিক্রয়ের জন্য ডাক শুরু হলে মোস্তফা গাজী, বুলবুল গাজী, কাদের সরদারসহ ১০/১২ জন মিলে ফজর গাজী ও শাহিন সরদারের উপর হামলা করে। এসময় উভয় পক্ষের ৪জন মারাত্বক আহত হয়। স্থানীয় মুসল্লিরা আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।
পাইকগাছা হাসপাতালেরর কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল জানান, বেলা সাড়ে ৩টার দিকে মারামারির ৪জন রোগী হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসেন। তার মধ্যে ফজর আলী গাজী নামের ব্যক্তি ভর্তির আগেই মৃত বরন করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাশ জানান, মসজিদের দানের ছাগল ডাকে বিক্রয়কে কেন্দ্র করে মারামারিতে ফজর নামে একব্যক্তি নিহত হয়েছে। লাশের সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে এবং উক্ত ঘটনাটায় একজনকে আটক করা হয়েছে।
0 coment rios: