পাইকগাছা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় বজ্রপাতে এক নারী দিনমজুর নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা হাসাপাতাল ভর্তি করা হয়েছে। সকলেই শংকামুক্ত বলে আহতদের পারিবারিক সুত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান জানান,উপজেলার কেওড়াতলা মৌজায় শনিবার সকালে জনৈক ভুট্টোর চিংড়ী ঘেরে ৪ ব্যক্তি শেওলা বাছার কাজ করছিল। সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে বজ্রপাত হলে লক্ষীখোলা গ্রামের লাকি খাতুন (৫০) ঘটনাস্থলে মারা যান। ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে সন্তোষ সানা (৪৬) ও তার স্ত্রী সুভদ্রা সানা (৩৮) এবং ওড়াবুনিয়া গ্রামের ফজিলা খাতুন (৪০) আহত হয়। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে।সুভদ্রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, বজ্রপাতে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানোর হবে।
0 coment rios: