স্নেহেন্দু বিকাশ, পাইকগাছায় ফায়ার সার্ভিসের গাড়ী পৌছানোর পুর্বে পথচারি জনতা আগুন নিয়ন্ত্রণে আনল। সর্বস্ব হারিয়ে চা বিক্রেতা চৈতন্য পাল ও ভ্যান চালক কবিরসহ ভাড়াটিয়া পরিবারগুলো পথে বসেছে।আগুনে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে।
এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কোথাও রাত্রিযাপন করবেন সেই দুঃচিন্তায় সবাই। সোমাবার বিকেলে পৌরসভা সদরে উপজেলা আ' লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু'র ভাড়াটিয়াদের ৮ বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। সংশ্লিষ্টরা প্রাথমিক ভাবে ধারনা করছেন, বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। আধা ঘন্টার মধ্যে সব শেষ। পথচারী ও প্রতিবেশিরা পাইপ লাইনে বা বালতি-কলসি নিয়ে জেলা পরিষদের মিষ্টি পুকুর থেকে পানি বহন করে আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরবর্তীতে তালা থেকে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছে পুরোপুরি নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে এসে দাড়ায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার আলম শামিম,ওসি মো, সবজেল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদসহ ব্যবসায়ীগন।
এদিকে ষোলআনা ব্যবসায়ী সমিতি লিঃ এর নেতৃবৃন্দ তাৎক্ষণিক ভাবে খাদ্য আসহায় দিয়ে আসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন।
0 coment rios: