পাইকগাছা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় চিংড়ী ঘেরে পানি তুলতে না দেয়ায় ৬ হাজার বিঘা জমির দেড়-দু হাজার ঘের ও জমির মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিপক্ষ ইউনুছ মোল্যাদের বিরুদ্ধে বুধবার বেলা ১১ টায় উপজেলার চক বিষ্ণুপুর ঘের সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঘের মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা মিথুন।
এসময় বক্তব্য রাখেন,সাবেক ইউপি মেম্বর লুৎফর রহমান, মকবুল হোসেন,এনামুল হক,উজ্জ্বল গাজী,আবু তালেব গাইন,ইসরাফিল হোসেন, শাহাবুদ্দিন গাইন,আজবর হোসেন ও সেলিম গাইন। বক্তারা বলেন,প্রতিপক্ষ ইউনুছ মোল্যা ও তার দোষররা তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। না হলে ঘেরে কোন পানি উঠবেনা। তারা ১ লাখ টাকা সবার কাছ থেকে তুলে দিয়েছেন। তাতে সে সন্তোষ্ট না হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ মৌজায় পানি সরবরাহের জন্য থাকা স্লুইসগেটের মুখ কপোতাক্ষ নদ খননের সময় আটকা থাকে।
একারণে দীর্ঘদিন ৩ বছর যাবৎ কোন পানি উঠেনি। ফলে জমি ও ঘের মালিকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েছে। এবিষয়ে প্রতিপক্ষ ইউনুছ মোল্লা বলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি। জনগণের স্বার্থে আমি লবণ পানি তুলতে দিচ্ছিনা। টাকা আদায়ের বিষয়টি তিনি সঠিক নয় বলে জানান।
0 coment rios: