পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকল্পে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি জিয়াউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু।
বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ শামছুদ্দীন আহমেদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।
সভায় এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ তৎপর থাকার পাশাপাশি ফেসবুকের সঠিক ব্যবহার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
0 coment rios: