পাইকগাছা কলেজ সরকারী হলেও আজও সরকারী কোন সুযোগ সুবিধা পাচ্ছেনা শিক্ষক কর্মচারীরা
বাবুল আক্তার: পাইকগাছা কলেজ ২০১৮ সালের ৮ আগষ্ট সরকারী করণ হলেও আজও পর্যন্ত সরকারী কোন সুযোগ সুবিধা পাচ্ছেনা শিক্ষক কর্মচারীরা সহ ছাত্র ছাত্রীরা। পূরাতন অবকাঠামো দিয়েই চলছে এ কলেজটি।
পাইকগাছা কলেজের ভাপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, গত তিন বছর আগে সরকার এ কলেজকে সরকারী ঘোষনা করে। কলেজে ২হাজার ১শত ৬৩ জন ছাত্র ছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছে ৫৪ জন তার মধ্য অনার্স কোর্সের ১৯ জন। অনার্সের শিক্ষকরা এমপিওর তালিকায় আসেনি। অবকাঠামোর অভাবে পাঠ দান করা খুবই কঠিন হয়ে পড়েছে। আবার প্রকৃতিক দুর্যোগ সহ সরকারের বিভিন সরকারী প্রগ্রামে এ কলেজকে ব্যবহার হয়ে থাকে। সে কারণে শিক্ষার্থীদের আবকাঠামোর আভাবে ক্লাস নেয়া কঠিন হয়ে পড়ছে। একদিকে শিক্ষক সংকট অন্য দিকে অবকাঠামোর অভাব। আনেক শিক্ষকরা জনিয়েছেন, আমাদের এ কলেজটি শুধু মাত্র নামটি সরকারী করণ করা হয়েছে। আর্থিক বিষয় কোন সরকারী করণ করা হয়নি। সরকারী কোন সুযোগ সুবিধা এখানে নেই। যশোর বোর্ড কর্তৃপক্ষ সরকারী অনুমতি দিলেও জাতীয বিশ্ববিদ্যাল থেকে কোন কাগজ পত্র পাইনি। একটি সরকারী কলেজের ছাত্রদের বেতন প্রতিমাসে ২৫ টাকা। কিন্ত আমাদের বেতন প্রতিমাসে ৪০০ টাকা। যাহা বেসরকারী কলেজের বেতনের সমান। এ নিয়ে ছাত্র ছাত্রিরা উপজেলা নির্বাহী কর্মকর্কার নিকট অভিযোগ করেছে। অনার্স ফাইনালের জন্য সমাজ কর্ম ১৩ হাজার আশি টাকা, বাংলা ১১ হাজার ৯শ আশি, রাষ্ট্র বিজ্ঞান ১১ হাজার ৯ শ আশি, বাংলা ব্যবস্থাপনা ১১ হাজার ৯শ আশি টাকা ধরা হয়েছে। আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে না পাচ্ছি সরকারী সুযোগ সুবিধা না পাচ্ছি বেসরকারী সুযোগ সুবিধা। স্থানীয় এমপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষক মন্ডলী সহ ছাত্র ছাত্রিরা।
0 coment rios: