শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ২৮/১২/২০২১ তারিখ রাত ১টা ৩০ মিনিটের সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন ০৬নং গুটুদিয়া ইউনিয়নের পূর্ব ঝিলেরডাঙ্গা গ্রামস্থ খুলনা হতে সাতক্ষীরাগামী মহাসড়কের দক্ষিণ পাশে জনৈক মোঃ রুহুল শিকদারের চায়ের দোকানের সামনে থেকে আসামী শরীফ শাওন মাহমুদ (২৭), পিতা- মোঃ আইয়ুব আলী শরীফ, মাতা- নিলুফা বেগম, সাং- ভান্ডারিয়া (দেলোয়ার হোসেন ব্যাপারী এর বাড়ীর পাশে), থানা-ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর, এ/পি সাং- ছোট বয়রা উত্তর, (ওয়ার্ড নং-১৬, মেম্বারের বাড়ীর পাশে ডাকুর বাড়ীর ভাড়াটিয়া), থানা- সোনাডাঙ্গা, জেলা- কেএমপি খুলনাকে ধৃত পূর্বক তার হেফাজত হতে ১০০গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) আল আমিন ২৮/১২/২০২১ তারিখ ১টা৪৫ মিনিটে জব্দতালিকা করতঃ ডুমুরিয়া থানার মামলা নং- ১৯, তারিখ- ২৮/১২/২০২১ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করে।
0 coment rios: