পাইকগাছা অফিস ঃঃখুলনার পাইকগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম'র সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, জুনিয়র কনসালটান্ট ডাঃ সুজন কুমার সরকার।
উভয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রেজায়েত আলী, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, আবুল কালাম আজাদ ও জিএম আব্দুস সালাম কেরু, আনসার ভিডিপি কর্মকর্তা মােছাঃ আশালতা খাতুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ পোদ্দার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
0 coment rios: