পাইকগাছায় সলুয়ায় ইব্রাহিম হত্যা কান্ডের সাথে জড়িত আটক আকবর ফকির (৩৯) কে আটক করেছে পুলিশ।সে উপজেলার খাটুয়ামারি গ্রামের বাবুল ফকিরের ছেলে এবংখাটুয়ামারি বেতবুনিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা।কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল আলীম পাইকগাছা আদালত চত্বরের সামনের রাস্তা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা সে পুলিশের কাছে স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে যায়।এ সময় হত্যাকান্ডের ঘটনা বর্ননা করে ধৃত আকবর। এর আগে দক্ষিণ সলুয়া গ্রামে আসাদুল মোড়লের ক্ষেতের ডুবা থেকে গত৬ নভেম্বর পুলিশ ইব্রাহিমের লাশ উদ্ধার করে। প্রথম দিকে তার লাশ শনাক্ত না হলেও উদ্ধারের তিন দিন পর তার পরিচয় মেলে। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। হত্যাকান্ডের শিকার যুবক ইব্রাহিম মোড়ল (৩২) সাতক্ষীরা জেলার তালা থানার খেরশা গ্রামের বাছের মোড়লের পুত্র।
ইব্রাহিমের পরিবার জানায়, যশোরের একটি ইট ভাটায় কাজের উদ্দেশ্যে গত৩ নভেম্বর দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
পুলিশ জানায়, ভ্যান চুরির টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকান্ডটি ঘটেছে।ওই দিন রাত ৮ টার দিকে ঘটনাস্থলে ইব্রাহিমের গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।
হত্যার পরপরই ক্ষেতের ওই ডুবায় লাশ ফেলে দেওয়া হয় বলে ঘাতক আকবর ফকির পুলিশকে জানায়। এ হত্যাকান্ডের সাথে জড়িত আরও একজনের নাম পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ আরও জানায়, আকবর ফকির মাদক ব্যাবসা করত এখন সে এলাকায় ব্যাটারী চালিত ভ্যানগাড়ি চুরির একটি চোর সিন্ডিকেট গড়ে তুলে ভ্যানগাড়ি চুরি করে থাকে।
এ ঘটনায় পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, হত্যা কান্ডে জড়িত আকবর ফকির সহ বাকিদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
0 coment rios: